ফরজ গোসল সম্পর্কে

প্রশ্ন-উত্তর গুলোCategory: রোজাফরজ গোসল সম্পর্কে
Md Rubel asked 8 years ago

আসসালামু আলাইকুম, আমার একটি বিষয় জানার ছিলো, রোজা ছাড়া অন্য সব মাসে দেখা যায় রাত্রে’ই বেশি ঘুমানো হয়, আর দিনে বেশি ঘুমানো হয় না, কিন্ত রোজার মাসে তারাবী পড়ে বাসায় এসে ঘুমাতে অনেক দেরী হয়, আবার ভোর রাতে উঠে সেহেরী খেতে হয়, তাই দেখা যায় রাতে ঘুম অনেক কম হয়,  এ জন্য অধিকাংশ লোক’ই ফজরের নামাজের পরে এসে সকাল 8/9 টা পর্যন্ত ঘুমায়, তখন ঐ ঘুমের মধ্যে যদি ফরজ গোসল হয়ে যায় তাহলে সেই ফরজ গোসল করার পদ্ধিতি কি? আমার জানা মতে ফরজ গোসল করার সময় গরগরের সহিত কুলি করতে হয়, কিন্ত রোজা রেখে গরগরের সহিত কুলে করলে রোজার কোন সমস্যা হবে? যদি হয় তাহলে তখন ঐ গোসল করার পদ্ধিতিটি জানালে উপকৃত হতাম।
যাযাকাল্লাহ্

1 Answers
Mufti Shamsuddoha Staff answered 3 years ago

হানাফী মাযহাবে গোসলের মাঝে গরগরা করা ও নাকের গভীর পর্যন্ত পানি পৌঁছানো ফরজ নয়; সুন্নত। তাই রোযা রাখা অবস্থায় যেহেতু গড়গড়া করে কুলি করলে নাকের গভীরের নরম স্থানে পানি পৌছানোর আশংকা রয়েছে। তাই গড়গড়া ও নাকের নরম স্থানে পানি পৌছানোতে বেশি চেষ্টা করা প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে কুলি ও নাকে পানি দিবে। তাতেই গোসল আদায় হয়ে যাবে। 
তাহতাভি আলাল মারাকিল ফালাহ – ১০২।