আসসালামু আলাইকুম, আননূর বিডির পক্ষে থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। রেজিস্ট্রেশন করার পরে যে কেউ চাইলেই তার নিজের প্রোফাইলের নাম/ছবি/ই-মেইল/পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে, এ জন্য নিচের পদ্ধিতি অনুশন করতে পারে।
ছবি পরিবর্তন করার জন্য এই টিউনটি দেখতে পারেন।
প্রথমে ডান/বাম পাশে দেখুন Login নামে অপশন আছে, সেখানে ক্লিক করুন, এবং আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ছিলেন সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, সফল ভাবে লগইন করার পরে উপরে একটি কালোবার দেখতে পারবেন, সেখানে ডান পাশে আপনার নাম শো করবে, সেখানে মাউস দিয়ে গেলেই কিছু অপশন শো করবে, ওখানে আপনি Edit My Profile এ ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিচের স্ক্রীনশর্টটি দেখতে পরেন।
স্ক্রীনশর্ট
এবার দেখুন আপনার প্রয়োজনীয় তথ্য এখানে পাবেন, এখান থেকে পরিবর্তন করতে পারবেন।
পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে একবারে নিচের দিকে যান, সেখানে Generate Password নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করুন, তাহলে সেখানে ডিফল্ট একটি পাসওয়ার্ড শো করবে, আপনি চাইলে ওটাও ব্যবহার করতে পারেন, অথবা তা ডিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, সব শেষে Update Profile এ ক্লিক করুন, ব্যাস কাজ শেষ।
বি: দ্র: পাসওয়ার্ড ব্যবহারে গুরুত্বপূর্ণতা, আপনার পাসওয়ার্ড কিছু বড় হাতের ইংরেজি অক্ষর, এবং ছোট হাদের ইংরেজি অক্ষর, কিছু নাম্বার, কিছু সিম্বল রাখার চেষ্টা করুন, এতে পাসওয়ার্ডটি শক্তিশালী হবে,
যেমন:
দূরর্ভল পাসওয়ার্ড: 1235492, asdkjas, SLKJAKR, Anoor123G
শক্তিশালী পাসওয়ার্ড: Annoor#$13BDqs, kjAsr092?<a45)*3 ইত্যাদি। (সর্তকর্তা, আবার কেহ হুবাহু এই আমার দেখানো পাসওয়ার্ডটি’ই ব্যবহার করিয়েন না, এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করুন, কিন্তু হুবাহু এটাই কপি/পেষ্ট করে ব্যবহার করা থেকে বিরত থাকুন)
প্রোফাইল আপডেট করতে এই পেজটি দেখতে পারেন: কিভাবে প্রোফাইল আপডেট করবেন?
প্রশ্ন করতে চাইলে এই পেজটি দেখতে পারেন: কিভাবে প্রশ্ন করবেন?