আসসালামু আলাইকুম, আননূর বিডির পক্ষে থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা।
কিভাবে লগইন করবেন?
প্রথমে আমাদের সাইটের হোম পেজে যান, এবার বাম পাশে দেখুন লগইন নামে একটি লেখা আছে, সেখানে ক্লিক করুন।
এবার আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম ব্যবহার করে ছিলেন এবং যে পাসওয়ার্ড ব্যবহার করে ছিলেন, তা ব্যবহার করে লগইন করুন।
আবার সেই পূর্বের ন্যায় ক্যাপচা (অংক) টা মিলিয়ে নিন 🙂 এবার লগইন এ ক্লিক করুন, ব্যাস সব ঠিক থাকলে (ইউজার+পাসওয়ার্ড+ক্যাপচা) লগইন হয়ে যাবে।
প্রোফাইল আপডেট করতে এই পেজটি দেখতে পারেন: কিভাবে প্রোফাইল আপডেট করবেন?
প্রশ্ন করতে চাইলে এই পেজটি দেখতে পারেন: কিভাবে প্রশ্ন করবেন?