একজন কোরান ও হাদিস মুখস্থকারী ইসলাম ছেড়ে দিয়েছে। তাকে আমি ব্যক্তিগতভাবে ‘আলিম’ বলতে পারছিনা কারণ কোরান হাদিস মুখস্থ করলেই কেউ ‘আলিম’ হয়ে যায় না। যেহেতু তাকে আলিম বলতে পারছিনা তাই তার নাম দিলাম ‘নব্য কলাবিজ্ঞানী’। অনেকেই খুব অস্থির হয়ে পড়েছে, রাগন্বিত ও ক্ষুব্ধ হয়েছে। আমি এই ঘটনায় যতটুকু ব্যথিত হয়েছি তা হলো, ওই ব্যক্তিটির পরশ পাথর ছুড়ে ফেলে দিয়ে নোংরা বস্তু হাতে তুলে নেয়া দেখে। ইসলামের মর্যাদা ও অবিনশ্বরতা এইসব চুনপুঁটিদের আচরণে কমেও না, বাড়েও না। কেউ যদি মনে করে থাকেন, আপনি ইসলামের জন্য কাজ করছেন, ইসলাম আপনার দ্বারা উপকৃত হচ্ছে, আমি বলবো এখনো সময় আছে সংশোধন করে নিন। ইসলামের সেবা করে আপনার মর্যাদা বেড়েছে, ইসলামের কিছুই হয়নি। ইসলাম ছেড়ে দিলে আপনি নিজে দুনিয়াতেই অপদস্থ ও পেরেশানিতে থাকবেন।
ওই নব্য কলাবিজ্ঞানী নিজেকে এখন অন্যান্য কলাবিজ্ঞানীদের ন্যায় স্ট্রেরিওটাইপড প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বনু কুরাইজা, আম্মাজান আয়েশা (রা) এর বিবাহ এইসব আর কি। তার জানা উচিত ছিল এই প্রোপাগান্ডা আরো হাজার বছর আগে থেকে চলে আসছে। এই হাজার বছরে এসব বাজে প্রোপাগান্ডা উপেক্ষা করে কোটি কোটি মানুষ ইসলামের ছায়ায় এসেছে, যার মধ্যে এমন সব জ্ঞানী, বুদ্ধিমান মানুষ আছেন যাদের নখের সমান যোগ্যতাও এই নব্য কলাবিজ্ঞানী রাখে না।
সে একজন লো-ক্লাস কলাবিজ্ঞানী তা তার আচরণেই বুঝা গেছে। কলাবিজ্ঞানীরা ভন্ড তা আগেই জানি, এই নব্য কলাবিজ্ঞানীও ভণ্ডামি দেখিয়েছে। সে নাকি আরো ১০ বছর আগে থেকেই বিশ্বাস হারিয়েছে, তাহলে সে কেনো তখনি প্রকাশ্যে ঘোষণা দেয়নি? কেন সে ইমামতি করে পয়সা নিয়েছে? তার ইসলাম ছেড়ে দেয়ার ঘটনা একপাশে রেখে আলোচনা করলেও তাকে একজন অনৈতিক ও ভন্ড চরিত্রের মানুষ হিসাবে পাওয়া যায়। ইসলাম ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে সে ইসলামের পোশাক পরিহিত অবস্থায়। আমার কথা হলো ইসলাম যদি ভালো না লাগে তাহলে ইসলামের লেবাস এখনো কেনো সে পরে আছে? আসলে কলাবিজ্ঞানীদের বিশ্বাসের ভিত্তিটা খুব দুর্বল হয়, তারা সৃষ্টিকর্তায় অবিশ্বাস করতে মনে মনে ভয় পায়, আত্মবিশ্বাসহীনতায় ভোগে। এই কারণেই চায় যে, আরো মানুষ তার সাথে যোগদান করুক, যাতে সে মনে মনে শক্তি অনুভব করে। নাস্তিকতায় প্রচন্ড বিশ্বাসী হলে অন্যরা নাস্তিক হলো কি হলোনা তা নিয়ে মাথা ব্যাথা থাকার কথা নয়। নাস্তিকতার প্রোপাগান্ডার অর্থ হলো হয় এর পিছনে অর্থ অথবা কারো হিডেন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা জড়িত।
নব্য কলাবিজ্ঞানী আসলে জার্মানি যাওয়ার ধান্দা করছে, বাংলাদেশের লোডশেডিং আর মশার কামড় মনে হয় তার ভালো লাগছে না। তাকে তার মতো থাকতে দিন, তার কোনো লেখা, ভিডিও কনটেন্ট অযথা শেয়ার করবেন না, রিবুটমেন্ট করতে পারলে অবশ্যই শেয়ার দিবেন। মনে রাখবেন, রাসূল (সা) এর ওফাতের পরে অনেক সাহাবী পর্যন্ত মুরতাদ হয়ে গিয়েছিলো, সবাই ধরে নিয়েছিলো ইসলাম বুঝি শেষ হয়ে গেলো। ইসলাম তার স্বমহিমায় এগিয়ে চলছে কেউ আটকিয়ে রাখতে পারেনি। তাতারদের আক্রমণের সময় সবাই ভেবেছিলো কিয়ামত হয়ে যাবে, কিছুই হয়নি, আল্লাহর বিধান আল্লাহ যতদিন চাইবেন ততদিন মর্যাদা সহকারে এই বিধান জারি রাখবেন। এই কাজে আমি আপনি সহযোগিতা করলে আমাদের মর্যাদা বাড়বে ইসলামের কোনোই লাভ ক্ষতি হবে না, অসহযোগিতা করলে আমি আপনি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবো, আল্লাহ আযযা ওয়া জাল নতুন কোনো জাতিকে সামনে নিয়ে এসে আসবেন যারা এই কাজের আঞ্জাম দিবেন।
Saifur Rahman
Leave Your Comments