শীয়া ধর্ম: ধারাবাহিক বিশ্লেষণ- (চার)

ইসলামের পাঁচ রুকন এবং শীয়াদের পাঁচ রুকন
প্রিয় পাঠক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের যে সমস্ত রুকন শিক্ষা দিয়েছেন তার সংখ্যা পাঁচ ৷ ইসলামের মূল ভিত্তি হিসেবে সমস্ত মুসলমানের এ পাঁচ রুকন মুখস্থ আছে ৷
عن ابن عمر رض قال قال رسول الله صلي الله عليه وسلم بني الإسلام علي خمس. شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده و رسوله وإقام الصلوة وإيتاء الزكوة والحج وصوم رمضان.
(1) হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
পাঁচ স্তম্ভের উপর ইসলামের ভিত্তি ৷ এক. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া ৷ দুই. নামায কায়েম করা ৷ তিন. যাকাত আদায় করা ৷ চার. হজ্জ করা ৷ পাঁচ. রমাদান মাসের রোযা রাখা ৷
সূত্রঃ বুখারী শরীফ, খঃ- 1; পৃঃ- 5; মুসলিম শরীফ খঃ- 1; পৃঃ 32
(2) মুসলিম শরীফে আরেকটি হাদীস আছে ৷ হাদীসে জিবরীল নামে পরিচিত হাদীসটিতে জিবরীল আঃ সরাসরি এসে রাসূল সাঃ কে কয়েকটি প্রশ্ন করেন ৷ তন্মধ্যে একটি প্রশ্ন ছিলো ইসলাম কী ? রাসূল সাঃ জবাবে এই পাঁচ রুকনের কথাই বলেছিলেন ৷
এর বিপরীত শীয়া ধর্মের পাঁচ রুকন:
সেখানে কালিমায়ে তায়্যিবা বাদ দিয়ে বেলায়তের ঘোষণা দিয়েছে ৷ তাদের কিতাব “উসূলে কাফী” তৃতীয় খন্ডের 29 নম্বর পৃষ্ঠায় আছে—
عن ابي جعفر عليه السلام قال: بني الإسلام علي خمس: علي الصلاة والزكوة والصوم والحج والولاية. ولم يناد بشيء كما نودي بالولاية.
তরজমাঃ “আবু জাফর আলাইহিস সালাম বলেনঃ ইসলামের বুনিয়াদ পাঁচটি: নামায, যাকাত, রোযা, হজ্জ ও বেলায়ত ৷ আর বেলায়তকে যে মর্যাদায় বলা হয়েছে আর কোনো বিষয়কেই বলা হয়নি ৷”

ক্রমশঃ ইনশাআল্লাহ ৷
Lisanul Haque

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *