ভূমিকম্পেও নামাজ ছাড়েননি যে ইমাম

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯১ জনের প্রাণহানি হয়েছে। রোববারের এ ভূমিকম্পে কয়েকশ মানুষ আহত হয়েছেন। ভূমিকম্প চলার সময়ে মসজিদের অন্যরা যখন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করে দৌঁড়ে পালাচ্ছিলেন, ঠিক সে সময়ও নামাজ পড়ছিলেন এক ইমাম। ইতিমধ্যে ওই ইমামের নামাজ পড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি ছুটাছুটি করে দৌঁড়ে পালিয়ে যান। কিন্তু ইমাম তখনও নামাজ পড়া চালিয়ে যান। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন, কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন তিনি। ফেসবুক পেজ ‘ইল্মফিড’ ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ইমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছেন।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *