উত্তর: পাওয়া বস্তু যত সাধারণই হোক না কেন তার মালিক কে খোঁজ করতে হবে। মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে। তবে যদি পাওয়া বস্তু এমন সাধারণ কিছু যা মালিক খোঁজ করবে না। তাহলে ঐ বস্তুর মালিককে দীর্ঘদিন খোঁজ করা জরুরী নয়। যদি মলিক না পাওয়া যায়, এবং ঐ ব্যক্তি গরীব হয় তাহলে সে নিজেই ব্যবহার করতে পারবে। আর যদি ধনী হয়, তাহলে দান করে দিতে হবে।
-আদ্দুররুল মুখতার- ৪/২৭৮, আল বাহরুর রায়েক- ৫/২৫৫, রদ্দুল মুহতার- ৪/২৭৮.
Leave Your Comments