প্রশ্ন:- সৎ মায়ের ঐ মেয়ে যা তার পূর্ব স্বামী থেকে হয়েছে। তাকে বিয়ে করতে পারবে কি না?

উত্তর:-  শরয়ী দৃষ্টিতে কোন মেয়েকে বিবাহ করা বৈধ হওয়ার জন্য শর্ত হলো উক্ত মেয়ে কোরান হাদিসে বর্ণিত মাহরামদের মধ্যে থেকে না হওয়া। এবং অন্য কোন শরয়ী বাধাও না থাকা ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সৎ মায়ের প্রথম পক্ষের মেয়ে যেহেতু তার জন্য মাহরাম নয়। আবার শরয়ী কোন বাধাও নেই। তাই তাকে বিবাহ করা বৈধ হবে।

 

সুরা নিসা – ২৪। আদ দুররুল মুখতার – ৩/৩১। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ১/৩৪২। রদ্দুল মুহতার – ৩/৩১। আল বাহরুর রায়েক – ৩/১৬৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *