উত্তর:- কোন ব্যক্তি রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে সম্বোধন ছাড়া তালাক দিলেও তা শরীয়তে তা তালাক বলেই গণ্য হবে। এবং তার স্ত্রীর উপরই তালাক পতিত হবে। হ্যা, যদি সে অস্বীকার করে এবং তার দাবিকে প্রমাণ করার জন্য এই মর্মে কসম করে যে, আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই। তাহলে তার কথা গ্রহণ করা হবে। অন্যথায় নয়।
বিধায় , প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তি যদি কসমের মাধ্যমে তালাক দেয়ার কথা অস্বীকার করে তবে তার কথা গ্রহণ করা হবে। অর্থাৎ তালাক পতিত হবে না। আর যদি অস্বীকার করে তবে কসম না করে তবে তার স্ত্রী তালাক পতিত হয়ে যাবে।
আদ দুররুল মুখতার – ৩/৩০০-৩০১। আল বাহরুর রায়েক – ৩/৪৪২। কিফায়াতুল মুফতি – ৮/৬৩।
Leave Your Comments