উত্তর :- মিথ্যা ও ধোকার মাধ্যমে কারো হক নষ্ট করা হারাম। শুফআ থেকে বাচার জন্য লেন-দেনের মূল চুক্তির নির্ধারিত মূল্য থেকে বৃদ্ধি করে অতিরিক্ত মূল্য লেখা হক নষ্ট করা ও ধোকার অন্তর্ভূক্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শুফআ থেকে বাচার জন্য দলিলের মধ্যে বেশি টাকা লেখা এবং শুফআর দাবিকারী থেকে ক্রয়ের মূল্যের বেমী টাকা নেওয়া বৈধ নয়।
আদ দুররুল মুখতার – ৬/২৩১; আল হিদায়া – ৪/৪০৭; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/৩০৩।
Leave Your Comments