উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী জুমা ও ঈদের খুতবা আরবীতে হওয়াটাই জরুরী, যা উম্মাহর ধারাবাহিক আমল দ্বারা প্রমাণিত। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আরবী ভাষা জানা সত্তে¡ও মাতৃভাষায় খুতবা পড়া মাকরূহে তাহরীমী হবে। তবে হ্যাঁ যদি কেউ পড়ে ফেলে তাহলে তার জুমার শর্ত পাওয়া যাওয়ার কারণে কারাহাতের সাথে জুমা সহিহ হয়ে যাবে। তবে বিশুদ্ধ ও ধারাবাহিকভাবে প্রমাণিত একটি আমল পরিত্যাগ করার কারণে সুন্নাহ বিরোধী হিসেবে গণ্য হবেন।
-আল মুহিতুল বুরহানী ২/৫০, ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ ৫/১৯৮,
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রন্সিপিাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments