উত্তর: হাদিসের ভাষ্য মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কখনো কারো কাছ থেকে প্রতিশোধমূলক কাজ করেননি। যা কিছু করেছেন দ্বীনের খাতিরে করেছেন। সুতরাং প্রশ্নে বর্ণিত বদদোয়া কখনো ব্যক্তিগত কারণে করেননি। দ্বীনের জন্য ক্ষতিকর এবং সীমালংঘনকারী ব্যক্তি বিশেষের জন্য বদদোয়া করেছেন।
সহিহ বুখারী ২/৯৪৬, মিশকাতুল মাসাবিহ ২/২৪৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২১
Leave Your Comments