প্রশ্ন: যে দেশে শরয়ী “বায়তুল মাল” নেই সে দেশে মৃত ব্যক্তির সম্পদের কি হুকুম বা মিরাস সূত্রে “বায়তুল মাল” প্রাপ্ত হয়?

উত্তর: ইসলামী আইন অনুযায়ী বায়তুল মালে জমাকৃত সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উত্তরটা কল্যাণমূলক কাজে ব্যয় করে দিবে।

মাজমাউল আনহার ৪/৪৯৭, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতিহু ৮/২৮৪, এমদাদুল ফাতাওয়া ৪/৩৫৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *