প্রশ্ন: যুদ্ধের ময়দানে ছেলে মুসলমান আর পিতা কাফের, ছেলে পিতাকে আমান তথা নিরাপত্তা দিলে এই আমান গ্রহণযোগ্য হবে কিনা?

উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির আমান বা নিরাপত্তা চুক্তি গ্রহণযোগ্য। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যুদ্ধের ময়দানে মুসলিম ছেলে অমুসলিম পিতাকে আমান দিলে গ্রহণযোগ্য হবে।

জামেউত তিরমিযী ১/২৮৭, ফাতাওয়ায়ে সিরাজিয়া ২৯৪, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদ ৩/৫৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *