উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যে কেউ কোনো উপায়ে মক্কায় পৌঁছে গেলে সে মক্কাবাসীর হুকুমে হবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ব্যক্তি যেহেতু হজের মাস সমুহে হারামে আছে অতএব যদি সে হজ না করে থাকে এবং তার কাছে হজ্জ সম্পাদন এর খরচ ইত্যাদিও থাকে তাহলে তার উপর হজ্ব ওয়াজিব হবে, তবে যদি কোন কারনে হজের আহকাম আদায়ের সময় পর্যন্ত থাকতে না পারে তাহলে সে অন্যের মাধ্যমে মক্কা শরীফ থেকে হলেও বদলি হজ করে নিবে। অবশ্যই পরে সক্ষম হলে নিজেই আদায় করতে হবে।
ফাতহুল কাদীর ২/৪২৫, মাজমাউল আনহার ১/৩৮৬, জাদিদ ফিকহী মাসায়েল ১/১৭৩
Leave Your Comments