প্রশ্ন:-যদি কোন মহিলা স্বামীর আনুগত্য না করে তাহলে তার ভরন-পোষনের বিধান কী?

উত্তর-প্রশ্নেবর্নিত মহিলার ভরন-পোশনের ব্যাপারে স্বামী দায়বদ্ধ নয়। তবে হ্যাঁ যদি সে পুনরায় স্বামীর বাড়ী ফিরে আসে তাহলে স্বামী ভরন-পোষন দিতে বাধ্য। 

– ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫৬৮,হেদায়া মায়াল ফাতহ ৪/৩৪৪

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *