প্রশ্ন: যদি কারো থেকে জোর পূর্বক এভাবে কসম নেওয়া হয় যে, “আমি এ এলাকায় কখনো আসবো না” তাহলে তার হুকুম কি?

উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে কসম হয়ে যাবে। এবং কসমকারী ব্যক্তি ঐ এলাকায় প্রবেশ করলে তার শপথ ভঙ্গ হয়ে যাবে।

-আদ্দুররুল মুখতার- ৫/৪৯৭, রদ্দুল মুহতার-৫/৪৯৯, আল বাহরুর রায়েক৪/৪৭২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *