প্রশ্ন: যদি আগরবাতী/সিগারেটের ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে মুখে চলে যায়, তাহলে রোযা ভঙ্গ হবে কিনা?

উত্তর: প্রশ্নে বর্ণিত আগরবাতী/সিগারেটের ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে ‍মুখে চলে গেলে রোযা ভঙ্গ হবে না।

-আদ্দুররুল মুখতার- ৩/৪২০, রুদ্দুল মুহতার- ৩/৪২০, ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২২৪.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *