প্রশ্ন:-মৃত সন্তানের আকীকা করার বিধান কী?

উত্তর:-আকীকা একটি সুন্নাত বিধান। যা নবজাতক বাচ্চার অভিভাবকগণ নিয়ামতপ্রাপ্তির শুকরিয়া আদায় ও বাচ্চার যাবতীয় বালা মসিবত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে পশু জবাহ করার মাধ্যমে সম্পন্ন করেন। আকীকা জীবিত ব্যক্তির জন্য হয়,মৃতের জন্য নয়।

সুতরাং প্রশ্নেবর্ণিত মৃত বাচ্চার পক্ষ থেকে আকীকা করার কোনই প্রয়োজন নেই।

তিরমিযী শরীফ ১/২৭৮,আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ৩/৬৩২,৬৩৩ ফাতওয়ায়ে রহিমিয়া ৯/৬১, আপকে মাসায়েল আওর উনকা হল ,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *