উত্তর:- কোন কাজ ইবাদত হিসেবে গ্রহণীয় হওয়ার জন্য তা অবশ্যই দলিল চতুষ্টয়ের মাধ্যমে প্রমাণিত হতে হবে। দলিল চতুষ্টয় দ্বারা প্রমাণিত নয় এমন কাজকে ইবাদাত মনে করা সুন্নাত পরিপন্থী ও গোমরাহী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মৃত ব্যক্তিকে সওয়াব পৌছানোর জন্য বর্তমান সমাজে প্রচলিত ত্রিশা বা চল্লিশা আয়োজনের কোন ভিত্তি দলিল চতুষ্টয়ে বিদ্যমান নাই। তাই এটা সুস্পষ্ট বিদআত।
তবে, দিন দিবসের নির্ধারণ ব্যতিরেকে যেকোনদিন গরিব বা মিসকিনদের খাওয়ানোর মাধ্যমে সওয়াব পৌছানো বা ঈসালে সওয়াব করা জায়েয।
সুনানে ইবনে মাজা- পৃ. ১১৬। আদ দুররুল মুখতার – ১/২৪০। ফাতাওয়ায়ে তাতারখানিয়া – ৩/৯৫। ফাতাওয়ায়ে রহিমিয়া- ২.১৯৭।
Leave Your Comments