প্রশ্ন:- মুসলমানদের জন্য খৎনা করার বিধান কি? এবং তা কত বছর বয়সে করতে হবে?

উত্তর:- মুসলমানদের জন্য খৎনা করা সুন্নাত।

আর খতনা করার সময় হলো বাচ্চার বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

 

 

সহিহ বুখারী – ১/৪৭৩। মিশকাতুল মাসাবিহ- ২/৩৮০। আদ দুররুল মুখতার- ৬/৭৫১। ফাতাওয়ায়ে তাতারখানিয়া- ১৮/২০৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৪১২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *