উত্তর:- মুদারাবা তথা যৌথ ব্যবসা সহিহ হওয়ার জন্য শর্ত হলো, লভ্যাংশের ক্ষেত্রে উভয়ের মাঝে শতকরা হারে একটি অংশ নির্ধারণ করা। আর লোকসান কেবল অর্থদাতার উপর ন্যস্ত করা।
বিধায়, মুদারাবা চুক্তির ব্যবসায় লোকসান কেবল মাত্র অর্থদাতার পক্ষ থেকেই ধরা হবে। তার অপর শরীক যিনি শ্রম দিচ্ছেন তার পক্ষ থেকে ধরা হবে না।
আদ দুররুল মুহতার – ৫/৬৪৮। মাজমাউল আনহার- ৩/৪৪৭। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ- পৃ. ৫৩১। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ – ১৪/১০৭ । ফাতাওয়ায়ে উসমানি- ৩/৫৩।
Leave Your Comments