উত্তর: ওয়াজীব ও সুন্নতে মুয়াক্কাদাহ এ‘তেকাফের মধ্যে শরয়ী ও শারীরিক প্রয়োজন ব্যতিত মসজিদ থেকে বের হলে এতেকাফ ভঙ্গ হয়ে যায়। তবে যদি শুরুতেই রোগী দেখা বা জানাযা নামাযে শরীক হওয়ার নিয়ত করে নেয়, তাহলে রোগী দেখা ও জানাযা নামাযে শরীক হতে পারবে।
সুতরাং এতেকাফকারী এতেকাফের সময় উক্ত নিয়ত করলে রোগী দেখার জন্য মসজিদ থেকে বের হতে পারবে।
-মাআরিফুস সুনান-৫/৫৩৯, আদ্দুররুল মুখতার-৩/৫০৬, আল বাহরুর রায়েক-২/৫২৮.
Leave Your Comments