উত্তর: ক্রয়-বিক্রয় সম্পন্ন করা বা ভঙ্গ করা, বিবাহ এবং তালাক সম্পাদিত হওয়া বা না হওয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষীর দ্বারা যা সম্পর্কে কাজী সাহেব অবগত নয় এমন কোন মামলার ফায়সালা করা হলে উক্ত ফায়সালা সঠিক হিসেবে বিবেচিত হবে। তবে মিথ্যার আশ্রয় গ্রহণকারীদের আখেরাতে জিজ্ঞাসিত হতে হবে।
-রদদুল মুহতার-৮/১০৪, আল বাহরুর রায়েক-৭/২৫, আল ফিকহুল হানাফী-৩/১৪০.
Leave Your Comments