প্রশ্ন:- মসজিদের পার্শ্বের জমি বিক্রি হলে মসজিদের পক্ষ থেকে তাতে শুফার দাবি করতে পারবে কি না?

উত্তর:- ইসলামি শরীয়তে প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচার জন্য শুফার দাবিকে বৈধতা দেয়া হয়েছে। এ লাভ ও ক্ষতির সম্পর্ক ব্যক্তির সাথে। মালিকানা বিহীন জমি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মসজিদ মালিকানা বিহীন প্রতিষ্ঠান হওয়ায় এর পক্ষ থেকে শুফআ’ দাবি করতে পারবে না।

 

রদ্দুল মুহতার- ৬/২২৩। আল বাহরুর রায়েক- ১/২৫০। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/১৮৯। মাজমাউল আনহার – ৪/১০৩। কিফায়াতুল মুফতি- ১১/৫৬৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *