প্রশ্ন:- মসজিদের গাছের ফল দ্বারা তাবলীগের সাথীদের মেহমানদারী করার বিধান ক?

উত্তর :- মসজিদের  ওয়াকফকৃত গাছের ফল অন্যকে খাওয়ানো জায়েয নেই। তবে ফল ক্রয় করে তাবলীগ জামাতের সাথীদের মেহমানদারি করাতে কোন অসুবিধা নাই।

 

আদ দুররুল মুখতার- ৪/৪৩২। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৪১৮। ফাতাওয়ায়ে কাজিখান- ৩/২১৭। ফাতাওয়ায়ে মাহমুদিয়া – ১৪/৬৫৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *