উত্তর-রাস্তার কাদামাটিতে যদি স্পষ্টভাবে নাপাকি না দেখা যায়, তাহলে তা পবিত্র এবং তা নিয়ে নামাজ পড়লে নামাজ সহীহ হবে।
আর যদি স্পষ্টভাবে কোন নাপাকি দেখা যায়, তাহলে তা নাপাক হিসাবে গণ্য হবে এবং তা নিয়ে নামাজ পড়লে নামাজ সহীহ হবে না।
ফাতহুল কাদীর-১/২১১, আল বাহরুর রায়েক-১/৪০১.
Leave Your Comments