উত্তর :- নামাযে কোন ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহুর মাধ্যমে তার ঘাটতি পূরণ করা যায়। তাই পুনরাবৃত্তির কোন প্রয়োজন নাই।
বিতর নামাযে দোআ কুনুত পড়া ওয়াজিব। তাই কোন ব্যক্তি নামাযে দোআয়ে কুনুত না পড়লে সিজদায়ে সাহু আদায় করে নিবে। পুনরায় আবার কুনুত পড়ার দরকার নাই।
আদ দুররুল মুখতার – ২/৫৩৮; আল বাহরুর রায়েক – ২/৭৫; ফাতহুল কাদীর – ১/৪৪৪; আপকে মাসায়েল আওর উনকা হল – ৩/৫৯২।
Leave Your Comments