উত্তর: ব্যবহারকারীর হাতে যদি কোন প্রকাশ্য কোন নাপাকি না থাকে, তাহলে উক্ত পানির ধারা অজু গোসল সবই বৈধ আছে। উক্ত ড্রামের পানি ব্যবহৃত পানি বলে গণ্য হবে না। আর ব্যবহারকারীর হাতে নাপাকি থাকে, তাহলে এই পানি অপবিত্র হয়ে যাবে। এমনিভাবে হাতে নাপাকি না থাকলে সরাসরি ছোট পাথর থেকে পানি নিয়ে ওযু করা যাবে, কোন সমস্যা নেই।
-সহীহুল বুখারী-১/৪০, উমদাতুল কারি-৩/৩১১, ফাতাওয়া হিন্দিয়া-১/২৯.
Leave Your Comments