উত্তর: শরীয়তের পরিভাষায় যে সমস্ত অঞ্চল বা রাষ্ট্র অমুসলিমদের হাতে পরিচালিত হয় ওই সমস্ত অঞ্চল বা রাষ্ট্রকে দারুল হরব বলা হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত দেশসমূহ কাফেরদের হাতে পরিচালিত হওয়ার কারণে দারুল হারব হিসেবে গণ্য হবে। তবে যে সমস্ত দেশ কোন মুসলিম দেশের সাথে চুক্তিবদ্ধ ওই দেশসমূহে সারিয়া পরিচালনা করা বা এদের সাথে যুদ্ধ করা যাবে না।
সূরা মায়েদা ১, আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৬/২৭৬, ইসলাম আওর সিয়াসি নজরিয়্যাত ৩২৭
Leave Your Comments