উত্তর:-জানাযার নামাজ ফরজে কেফায়া। যা ওলির অনুমতি বা উপস্থিতিতে একবার আদায় করার দ্বারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে একাধিকবার জানাযা পড়া জায়েয নেই। তবে অভিভাবকের অনুমতি বা উপাস্থতি ছাড়া যদি একবার জানাযা পড়া হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবক চাইলে ২য়বার জানাযার নামাজ আদায় করতে পারবে। অন্যথায় পারবেনা।
বাদায়েয়ুস সানায়ে ২/৩৩৯,আদ্দুররুল মুখতার ২/২২২,ফাতওয়ায়ে তাতারখানিয়া ৩/৮৫,ফাতওয়ায়ে রহিমিয়া ৭খ.
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments