প্রশ্ন:- বর্তমানের জেনারেল শিক্ষিতদের মধ্যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে হাতের পরিবর্তে চামচের ব্যবহার বেশ ব্যাপক। জানার বিষয় খাদ্য গ্রহণের ক্ষেত্রে হাতের ব্যবহার উত্তম না চামচের ব্যবহার উত্তম?

উত্তর :- শরীয়তের দৃষ্টিতে চামচ দিয়ে খানা খাওয়া বৈধ হলেও সুন্নাত পরিপন্থী।

বিধায়, প্রশ্নে বর্ণিত সুরতে খাবার গ্রহণে চামচের ব্যবহারের চেয়ে হাতের ব্যবহারই উত্তম।

 

সহিহ মুসলিম – ২/১৭৫। আপকে মাসায়েল আওর উনকা হল – ৮/৩৮৬। জাদীদ ফিকহি মাসায়েল – পৃ. ২২৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *