উত্তর:- প্লাস্টিকের হাত পা ব্যবহার করার ব্যাপরে শরীয়তের পক্ষ হতে কোন বাধা নিষেধ নাই। অযু ও গোসলের ক্ষেত্রে যে স্থানে কষ্ট ব্যতিত সহজে পানি পৌছানো যায়। সেখানে পানি পৌছানো জরুরী।
সুতরাং, প্রশ্নোক্ত সুরতে কর্তিত হাত পায়ে প্লাস্টিকের হাত পা লাগানো থাকলে সহজে খোলা গেলে অযু গোসলের সময় তা খুলে সেখানে পানি পৌছাবে। আর সহজে খোলা না গেলে কর্তিত অংশে পানি পৌছানো জরুরী নয়।
তিরমিযি শরীফ- ১/৩০৬। আল বাহরুর রায়েক- ১/৮৬। আল হিদায়া- ১/৬১। ফাতাওয়া রহিমিয়া-৪/১১। জাদীদ ফিকহি মাসায়েল- ১/৬০।
Leave Your Comments