উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যে খাতে বা স্থানে ওয়াক্ফ করা হয়েছে সে খাতে বা স্থানে ব্যবহার করা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে এক মাদ্রাসায় দান করার পর অন্য মাদ্রাসায় দান করার অনুমতি নেই, তবে যদি প্রথম মাদ্রাসা অনাবাদী হয় অথবা প্রথম মাদ্রাসায় প্রয়োজন না থাকে আর অন্য মাদ্রাসায় অধিক প্রয়োজন হয় তাহলে বিবেচনা সাপেক্ষে দেয়া যেতে পারে।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২/৪১৫, আদ্দুররুল মুখতার ৪/৩৬০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ
Leave Your Comments