উত্তর: হজ ফরজ হওয়ার জন্য কোন ব্যক্তি নিজ মালিকানাধীন হালাল সম্পদ দ্বারা নেসাবের মালিক হওয়াই যথেষ্ট। পেনশনের টাকা সংশ্লষ্টি ব্যক্তির মালকিানাধীন সম্পদ হিসেবে বিবেচিত হয় বিধায় অন্যান্য সম্পদের সাথে নেসাবের হিসাব করার ক্ষত্রেে পেনশনের টাকারও হিসাব করা হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে পেনশনের টাকা দিয়ে হজ করা যাবে।
–ফাতাওয়ায়ে শামী ৩/৫২৭, বাদায়েউস সানায়ে ৩/৪৫, ইমদাদুল ফাতাওয়া ৩/১৪৯
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটরেী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments