উত্তর: উল্লেখিত ট্যাংকির পানি নাপাক হিসেবে গণ্য হবে। আর এক্ষেত্রে যদি টাংকিতে ইঁদুর পতিত হবার সময় জানা যায় তাহলে পতিত হওয়ার সময় থেকে যত ওয়াক্ত নামাজ এই পানি দ্বারা অজু করে আদায় করা হয়েছে ঐসকল নামাজ আদায় করতে হবে। আর যদি সময় না জানা যায় এবং ইঁদুরও ফুলে ফেটে না যায়, তাহলে একদিন এক রাতের নামায পুনরায় পড়তে হবে আর ফুলে ফেটে গেলে তিনদিন তিনরাত এর নামাজ পুনরায় আদায় করতে হবে।
-আল হেদায়া-১/৪৩, ফাতাওয়া তাতারখানিয়া-১/১৯৪, খোলাসাতুল ফাতাওয়া-১/১১.
Leave Your Comments