প্রশ্ন:- নিজে ধনী হওয়ার কারণে অহংকার করা ও গরীবদের তুচ্ছ তাচ্ছিল্য করার বিধান কি?

উত্তর:- অহংকার সর্বাবস্থায়ই হারাম।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে নিজে ধনী  ও বড় লোক হওয়ার কারণে অহংকার করা ও গরিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হারাম।

 

সুরা লুকমান- ১৮। সহি মুসলিম- ১/৬৫। সহিহ বুখারী – ১/৪১৫। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৪/২৪৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *