প্রশ্ন:-নাবালেগ স্বামী যদি তার বিাহিত বালেগা স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক পতিত হবে কিনা?

উত্তর:-তালাক পতিত হওয়ার জন্য শর্ত হল,তালাকদাতা প্রাপ্ত বয়স্ক তথা বালেগ হওয়া। না বালেগের তালাক গ্রহণযোগ্য নয়। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে নাবালেগ স্বামীর প্রদত্ত তালাক গ্রহণযোগ্য হবে না। 

আদ্দুররুল মুখতার ৩/২৪৩,ফাতহুল ক্বাদীর ৩/৪৬৮,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৪২০,আপকে মাসায়েল আওর উনকা হল ৬/৬৪৫, ফাতওয়ায়ে তাতারখানিয়া ৪/৩৯২

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *