প্রশ্ন:-দুবন্ধু মিলে মুশারাকার ভিত্তিতে ব্যবসা করতে লাগল। তোদের উভয়ের একজন ব্যবসা পরিচালনা করেন। এক চালানে লাভ বেশি হলে পরিচালক বন্ধু দাবী করল এ চালানের সম্পুর্ণ মাল আমার ব্যক্তিগত টাকায় কিনা,এ চালান মুশারাকাহর নয়। তাই লাভের পুরো অংশ আমার। জানার বিষয় হল পরিচালক বন্ধুর এমন দাবী সঠিক কিনা?

উত্তর:-প্রশ্নেবর্ণিত পরিচালক বন্ধুর কথা গ্রহণযোগ্য নয়। বরং সে ব্যবসায়িক যা কিছু ক্রয় করবে তাতে উভয়ে শরীক হবে। এবং লভ্যাংশ সমহারে বন্টন হবে। 

– রদ্দুল মুহতার ৬/৪৮২,বাদায়েয়ু সানায়ে ৭/৫০৩

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর

খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *