উত্তর:- তালাক দেয়ার শরীয়ত সম্মত ও সুন্নাহসম্মত পদ্ধাত দুটি ১.আহসান ২.হাসান। আহসান বলা হয় ,স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তার সাথে সহবাস করার পুর্বে ১ তালাত দেয়া এবং ইদ্দত শেষ হওয়ার আগে আর তালাক না দিয়ে এভাবে রেখে দেওয়া।
হাসান তালাক বলা হয়,কোন ব্যক্তি তার স্ত্রীকে এমন ৩ তুহুরে পর্যায়ক্রমে ৩ তালাক দেয়া যাতে সে সহবাস করেনি ।
আর সহবাসবিহীন মহিলার ক্ষেত্রে :যে মহিলার সাথে কখনো সহবাস করা হয়নি তাকে এক তালাক দেয়া। যদিও তা হায়েজ অবস্থায় হয়।
-ফাতয়ায়ে হিন্দিয়া ১/৩৮২,কানযুদ দাকায়েক মায়াল বাহর ৩/৪১৬
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments