উত্তর: শরীয়তের পরিভাষায় যে মুসলিম ব্যক্তি মাজলুম হিসেবে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হয় সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে দুই দেশের মধ্যে যারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে তারাই শহীদ হিসেবে গণ্য হবে।
হিদায়া ১/১৮৩, আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৩/১৭৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৯/২৯৭
Leave Your Comments