প্রশ্ন: জিহাদ কখন ফরযে আইন ? কখন ফরযে কিফায়া ?


উত্তর: শরয়ী দৃষ্টিতে জিহাদ ফরযে আইন হওয়ার জন্য শর্ত হলো আমীরুল মুজাহিদীন কর্তৃক ‘নফীরে আম’ তথা ব্যাপক ভাবে জিহাদের হুকুম দেয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আমীরুল মুজাহিদীন ‘নফীরে আমে’র ঘোষণা করলে জিহাদ ফরযে আইন হবে। অন্যথায় জিহাদ ফরযে কিফায়া থাকবে।
-আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৬/১৯৫, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৩/৩৬৮, বাহরুর রায়েক ৫/১১৯, আপকে মাসায়েল আওর উনকা হল ৭/৫৩২

  • উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী   জামে মসজদি ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *