উত্তর :- ক্রেতা ও বিক্রেতার সন্তুষ্টির মাধ্যমে যেকোন মূল্যের উপর ক্রয়-বিক্রয় করা যাবে।
সুতরাং নিম্ন বর্ণিত সুরতে দশ টাকা দরে চাল কিনে বারো টাকা দরে বিক্রি করাতে কোন সমস্যা নাই।
সুরা নিসা- ২৯। রদ্দুল মুহতার – ৪.৫০৭। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৩/১৬৫। আল বাহরুর রায়েক- ৫/৪৩৩। আপকে মাসায়েল আওর উনকা হল- ৭/৪৪।
Leave Your Comments