উত্তর:- ওয়াকফ সহীহ হওয়ার জন্য মৌখিক উচ্চারণই যথেষ্ট। রেজিষ্ট্রেশন হলো রাষ্ট্রীয় আইন।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মৌখিকভাবে ওয়াকফ করার কারণে উক্ত ওয়াকফ সহীহ হয়ে গেছে। তাই সে আর ঐ জমি ফেরত নিতে পারবে না।
আদ দুররুল মুখতার- ৪/৩৪০। আল হিদায়া- ২/৬৪০। মাজমাউল আনহার- ২/৫৮১। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৩/৩৮।
Leave Your Comments