উত্তর ;- অপরাধ প্রমাণের পদ্ধতি দু’টি।
এক. অপরাধীর স্বীকারোক্তির মাধ্যমে।
দুই. দলিল প্রমাণের মাধ্যমে।
দু’পদ্ধতির যেকোন পদ্ধতিতে অপরাধ প্রমাণিত হলেই তাকে শাস্তির আওতায় আনা যাবে।
তাই, অপরাধী যেহেতু নিজেই নিজের অপরাধের ব্যাপারে স্বীকারুক্তি দিয়েছে যে সে অপরাধ করেছে। তাই তাকে শরয়ী দণ্ডের মুখোমুখি করাতে কোন সমস্যা নাই।
উল্লেখ্য শরয়ী হদ জারীর জন্য প্রশাসনকে অবশ্যই ইসলামি প্রশাসন হতে হবে। অন্যথায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে।
ফাতাওয়া শামি – ৪/৮; ফাতাওয়া হিন্দিয়া – ২/৯৪; ফাতহুল কাদীর – ৫/৪; ফাতাওয়া উসমানি – ৩/৫৩৭।
Leave Your Comments