উত্তর :- শরয়ী বিধানানুযায়ী হজ বা উমরা আদায়কারীকে হেরেমের সীমানার ভিতরে মাথা মুণ্ডানো জরুরী। যদি কেহ হেরেমের সীমানার বাইরে এসে মাথা মুণ্ডন করে। তাহলে তার উপর দম ওয়াজিব হবে।
আল হিদায়া – ১/২৭৬; ফাতাওয়া শামী – ২/৫৫৪; ফাতাওয়া তাতার খানিয়া- ৩/৫৮৬; ফাতাওয়া হাক্কানিয়া- ৪/২৭২।
Leave Your Comments