প্রশ্ন:- জনৈক ব্যক্তি উমরা করার পর হারামের সীমানার বাইরে জেদ্দায় গিয়ে মাথা মুণ্ডিয়েছে। জানার বিষয় হলো, হারামের সীমানার বাইরে জেদ্দায় গিয়ে এভাবে মাথা মুণ্ডানোর দ্বারা কি তার উমরা আদায় হবে?

উত্তর :- শরয়ী বিধানানুযায়ী হজ বা উমরা আদায়কারীকে হেরেমের সীমানার ভিতরে মাথা মুণ্ডানো জরুরী। যদি কেহ হেরেমের সীমানার বাইরে এসে মাথা মুণ্ডন করে। তাহলে তার উপর দম ওয়াজিব হবে।

আল হিদায়া – ১/২৭৬; ফাতাওয়া শামী – ২/৫৫৪; ফাতাওয়া তাতার খানিয়া- ৩/৫৮৬; ফাতাওয়া হাক্কানিয়া- ৪/২৭২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *