উত্তর:- মহিষের বাচ্চা মৃত্যুবরণ করার পর চামড়া দ্বারা হুবহু বাচ্চা বানিয়ে দুধ দোহন করার দ্বারা কাহারো হক নষ্ট হয়না। এবং শরয়ী কোন নিষেধাজ্ঞাও নেই। বিধায়, তা করা যাবে।
সুরা নাহল- -৫। তাফসিরে ইবনে কাসির – ৪/৫৬৪। এমদাদুল ফাতাওয়া- ৪/১৫৪। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৮/২৪৬। আহসানুল ফাতাওয়া- ৮/১৮৭।
Leave Your Comments