প্রশ্ন:- কোন মালদার ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে নেসাবের মালিক হয়েছে কি না তা জানে না। এখন সে কীভাবে যাকাত আদায় করবে?

উত্তর:-  যাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিক হওয়াই যথেষ্ট। সংশ্লিষ্ট ব্যক্তি এ ব্যাপারে অবগত হোক বা না হোক।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যক্তির উপর যাকাত ওয়াজিব বিষয়টা সে জানার পূর্ববর্তী বছরেরসহ যাকাত আদায় করতে হবে।

 

রদ্দুল মুহতার- ২/২৫৯।  ফাতাওয়ায়ে হিন্দিয়া – ১/২৩৬। ফাতাওয়ায়ে কাজিখান – ১/১৫৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *