উত্তর:- ওয়াকফ কারীর শর্ত শরীয়ত প্রণেতার কথার মতই পালনীয়।
তাই ওয়াকফ কারী তার দানের ক্ষেত্রে যেহেতু ইমামের বেতনের খাতকে নির্দিষ্ট করে দিয়েছে। তাই ঐ টাকা অন্য কোন খাতে খরচ বা ব্যবহার করা যাবে না।
আদ দুররুল মুখতার- ৪/৪৩৩। আল বাহরুর রায়েক- ৫/৩৮১। আল আশবাহ ওয়ান নাযায়ের- ২/১০৬। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৩/২১৪।
Leave Your Comments