প্রশ্ন: কোন ব্যক্তি বাংলাদেশ থেকে 28 টি রোজা রাখার পর সৌদি আরব চলে যায় এবং সেখানে সেদিন ঈদ পায়, তার ওপর আরেকটি রোজা আবশ্যক কিনা?

উত্তর: কুরআন সুন্নাহের স্পষ্ট বর্ণনা অনুযায়ী রমজান মাসের রোজা মুসলিমদের উপর ফরয আর মাস পূর্ণ হয় 29 বা 30 দিনে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তি পরবর্তীতে একটি রোজা কাজা করে নিবে।

ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৩/৩৬৪, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ২/৫৩৫, ফাতাওয়ায়ে রহিমিয়্যাহ ৭/২১৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *